সেহরি
- হাবিব রাশেদ ০২-০৫-২০২৪

______________________

মিনার হতে ডাক দিয়েছে,
জাগলো ঘুমের পাড়া।
প্রভুর হকুম করতে পালন,
মুমিনেরা দিলো সাড়া।

ঘরে ঘরে যেনো ধুম পড়েছে,
আয়োজন করে খাবার।
থাকে যদি কেউ ঘুমের ঘোরে,
ডেকে দেয় যে আবার।

প্রভুর তরে রাখবে রোজা,
তবে কেন আর দেরি।
সময় শেষের আগেই খাবো,
বরকতময় সেহরি।
______________________

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।